নামজারী/জমাখারিজ/জমা একত্রিকরণ সংক্রান্ত নিযমাবলীঃ
১। নির্ধারিত ফরমে আবেদনকারী অথবা তার মনেনীত প্রতিনিধি উভযের এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সহ সহকারী কমিশনার(ভূমি) বরাবর আবেদন দাখিল করতে হবে ।
২। আবেদনের সাথে সংযুক্ত কাগজপত্র ও তথ্যাদিও বিবরণঃ
ক. সংশ্লিষ্ট খতিয়ানেবর ফটোকপি/সার্টিফাই কপি ।
খ. ওয়ারিশ সনদপত্র ( অনধিক ৩(তিন) মাসের মধ্যে ইস্যুকৃত (প্রযোজ্য ক্ষেত্রে ) ।
গ. মূল দলিলের সার্টিফাই/ ফটোকপি ।
ঘ. সবর্বশেষ জরিপের পর থেকে বায়া /পিট দলিল এর সার্টিফাইড/ ফটো কপি ।
ঙ. ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা ।
চ. আদালতের রায় / আদেশ /ডিক্রি এর সার্টিফাইড কপি(প্রযোজ্য ক্ষেত্রে ) ।
ছ. তপশীলে বর্ণিত চৌহদ্দী সহ কলমী নক্সা ।
জ.প্রতিনিধির ক্ষেত্রে প্রতিনিধির নাম ও পূর্ণ ঠিকানা ,বয়স,সর্ম্পক ,স্বাক্ষর ও পাসপোর্ট সাইজের ১(এক) কপি ছবি আবেদনকারী কর্তৃক সত্যায়িত হতে হবে ।
৩। নামজারী /জমাখারিজ /জমাএকত্রিকরন ফিঃ
ক. আবেদন বাবদ কোর্ট ফি ৫/=(পাঁচ) টাকা ।
খ. নোটিশ জারী ফি ২(দুই) টাকা অনধিক ৪(চার) জনের জন্য , ৪(চার) এর অনধিক প্রতিজনের জন্য আরো ০.৫০/=টাকা হিগসাবে আদায় করা হবে ।
গ. রেকর্ড সংশোধন ফি ২০০/=টাকা ।
ঘ) প্রতিকপি নামজারী / মিউটেশন খতিয়ান ফি ৪৩/=টাকা ।
সবর্ব মোট = ২৫০/= টাকা ।
৪। আবেদন নিষ্পত্তি করনের সময়সীমা
আবেদন প্রাপ্তির তারিখ হতে সর্বোচ্চ ৪৫(পয়ঁতাল্লিশ ) কার্য দিবস।
** প্রয়োজনীয় সহযোগিতা ও যে কোন অভিযোগের ক্ষেত্রে সরাসরি সহকারী কমিশনার (ভূমি) এর সাথে যোগাযোগ করুন ।
** সহকারী কমিশনার (ভূমি) এর নিকট হতে কোন সহযোগিতা না পেলে তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার অথবা জেলা প্রশাসক এর নিকট লিখিত আবেদন জানাতে পারবেন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS