ইউনিয়নের নাম : ০৬ নং টুকেরবাজার
উপজেলা :সদর
স্থাপনকাল : ১৯৫৯ খ্রিস্টাব্দ
০১| উপজেলা হতে যোগাযোগ ব্যস্থা ও দূরত্ব :সড়ক পথে ১৩ কি: মি:|
০২| আয়তন : ১০(মাইল) বর্গ কি: মি:|
০৩| সীমানা : পূর্বে সিলেট সিটি কর্পোরেশন ও খাদিম নগর ইউ/পি, পশ্চিমে কান্দিগাঁও ইউ/পি ও খাদিম নগর ইউ/পি, দক্ষিণে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউ/পি ।
০৪। মৌজা : ১২ টি ।
০৫। ওয়ার্ড ভিত্তিক গ্রামের সংখ্যা ও নাম:
(০১) চাতলীবন্দ, মৌলাটিকর।
(০২) চাতল,
(০৩) কুরবানটিলা, কামারটিলা, তিনটিলা, নালিয়া, পিঠাকরা, ভাটা, সরিষাকান্দি
(০৪) উপরপাড়া, গোয়াবাড়ী, বড়গুল (আংশিক), দুসকি (আংশিক), তারাপুর চা বাগান,
(০৫)আলীবাহার, জাহাঙ্গীরনগর, পোড়াবাড়ী, মংলিছড়া চা বাগান।
(০৬) হিলুয়া ছড়া চা বাগান, কেওয়াছড়া চা বাগান
(০৭) মালনীছড়া চা বাগান
(০৮) লাক্কাতুরা চা বাগান, কুমিল্লা লাইন, শাওতাল পাড়া, মাঝ লাইন, ষ্টাপ লাইন, সি এন্ড টি, লাক্কাতুরা মুসলিম লাইন, ও বাজার,।
(০৯) দলদলী চা বাগান
জনসংখ্যা: মোট ৫০১০০ হাজার প্রায়।
পরুষ= ২৮ হাজার প্রায়।
মহিলা= ২৪ হাজার প্রায়।
থানা: সংখ্যা- ২টি,
ভোটার সংখ্যা= ৩৬০০০(+) জন।
জমির পরিমাণ= একরে মোট ৯১৩৭.৫ একর, কৃষি ১৬১৫ একর, অকৃষি ৬০০একর
নলকূপের সংখ্যা: ২৯ টি, অগভীর ৮১৬ টি, তারা পাম্প ১২টি,
শিক্ষার হার: ৪০%
প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: সরকারী ৫টি, বেসরকারী ১৩টি, কমিউনিটি ৬টি।
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা: বেসরকারী ১ টি।
কলেজের সংখ্যা: সরকারী নাই বেসরকারী ৩ টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস