Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
০৬ নং টুকেরবাজার, ইউনিয়ন পরিষদের ইতিহাস
বিস্তারিত

 

      ইউনিয়নের নাম   : ০৬ নং টুকেরবাজার|

                              উপজেলা           :সদর

                               স্থাপনকাল        : ১৯৫৯ খ্রিস্টাব্দ

 

 পূ্র্বতন চেয়ারম্যানবৃন্দ:

       (১) মরহুম জহীর উদ্দীন

       (২) মরহুম হাজী ছমির উদ্দীন

    বর্তমান চেয়ারম্যান: আলহাজ্ব শহিদ আহমদ 

০১| উপজেলা হতে যোগাযোগ ব্যস্থা ও দূরত্ব :সড়ক পথে ১৩ কি: মি:|

০২| আয়তন                                                   : ১০(মাইল) বর্গ কি: মি:|

০৩| সীমানা : পূর্বে সিলেট সিটি কর্পোরেশন ও খাদিম নগর ইউ/পি, পশ্চিমে কান্দিগাঁও ইউ/পি ও খাদিম নগর ইউ/পি,          দক্ষিণে    দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউ/পি ।

০৪। মৌজা   : ১২ টি ।

০৫। ওয়ার্ড ভিত্তিক গ্রামের সংখ্যা ও নাম: 

(০১) আখালিঘাট, ওয়াপদা, শেখপাড়া, সাহেবের গাঁও, চরুগাঁও।

(০২) পীরপুর, হায়দরপুর, খালিগাঁও,

(০৩) শাহপুর খুরুমখলা, টুকেরগাঁও, গৌরীপুর,

(০৪) নওয়াপাড়া, শাহপুর, তালুকদারপাড়া,মইয়ারচর, নোয়াগাঁও,

(০৫) খুরুমখলা, কুমারগাঁও, মাহমুদাবাদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়, শাহসিকান্দার আ/এ,

(০৬) নোয়াপাড়, খলাপাড়া, ধামালীপাড়া, ক্বারীপাড়া, বড়বাড়ী, চান্দিয়ালা, রাঙ্গা উটি, যোগীপাড়া, মোহাম্মদী আ/এ, দুসকি, বড়গুল, উপরপাড়া, গোয়াবাড়ী,

(০৭) তারাপুর চা বাগান, জাহাঙ্গীর নগর, আলীবাহার, পুড়াবাড়ী, মঙলীছড়া, কেওয়াছড়া, হিলুয়াছড়া,

(০৮) লাক্কাতুরা চা বাগান, কুমিল্লা লাইন, শাওতাল পাড়া, মাঝ লাইন, ষ্টাপ লাইন, সি এন্ড টি, লাক্কাতুরা মুসলিম লাইন, ও বাজার,।

(০৯) মালনীছড়া চা বাগান, চিতলমাটি, দলদলী চা বাগান,

 

জনসংখ্যা: মোট ৫৪ হাজার প্রায়।

পরুষ= ২৮ হাজার প্রায়।

মহিল= ২৬ হাজার প্রায়।

থানা: সংখ্যা- ১টি,

ভোটার সংখ্যা= ২৯০০০(+) জন।

জমির পরিমাণ= একরে মোট ৯১৩৭.৫ একর, কৃষি ১৬১৫ একর, অকৃষি ৬০০একর

নলকূপের সংখ্যা: ২৯ টি, অগভীর ৮১৬ টি, তারা পাম্প ১২টি,

শিক্ষার হার: ৪০%

প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা:  সরকারী ৫টি, বেসরকারী ১৩টি, কমিউনিটি ৬টি।

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা: বেসরকারী ১ টি।

কলেজের সংখ্যা: সরকারী নাই বেসরকারী ৩ টি।

ছবি
ডাউনলোড